বাংলাদেশ থেকে মেসেঞ্জারে ভয়েস ও ভিডিও কল চালু
বাংলাদেশের গ্রাহকেরা ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারছেন। ২৮ জানুয়ারি থেকে ফেসবুক বাংলাদেশসহ আরও কিছু দেশের গ্রাহকদের জন্য এই সুবিধা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ তাদের পেজে এই সুবিধা উন্মুক্ত করার কথা জানিয়েছে।
বাংলাদেশের কয়েকজন গ্রাহক জানিয়েছেন, তাঁরা এই সুবিধা ব্যবহার করে দেশে-বিদেশে তাঁদের বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছেন।
ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে কথা বলার জন্য ইন্টারনেট বিল ছাড়া গ্রাহকের অন্য কোনো খরচ হবে না। বিশ্বের অনেক দেশে এই সুবিধা আগে থেকেই চালু ছিল।