প্রথমবারের মতো কুয়েতে তুষারপাত
প্রথমবারের মতো তুষারপাতের ঘটনা ঘটলো উপসাগরীয় দেশ কুয়েতে। গত বৃহস্পতিবার দেশটিতে তুষারপাত হয় বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট আই। গরমকালে কুয়েতের তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করে। শীতে এখানকার তাপমাত্রা সাধারণত ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তবে গত কয়েকদিনে দেশটির তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় কমে ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। অন্যদিকে সৌদি আরবে গত বৃহস্পতিবার রাফা শহরের তাপমাত্রা হিমাঙ্কের ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়।
আরব আমিরাতে তাপমাত্রা কমে গিয়ে তুষারপাত হলেও কুয়েতে এর আগে তুষারপাতের কোনও নজির নেই। কুয়েতে এই প্রথম বরফ পড়ল বলে দাবি করেছেন সে দেশের বাসিন্দারাও। এক কুয়েতী মিডল ইস্ট আইকে বলেন, তার দাদাও কোনওদিন তুষারপাত দেখেননি। তিনি বলেন, ‘সবাই খুব বিস্মিত হয়েছে।’এদিকে খুব শিগগিরই কুয়েতের তাপমাত্রা আবার আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দফতর।