কাজ না করেও মাসে পাবেন ১৭০০ পাউন্ড
কাজ করুন বা নাই করুন। মাসে মাসে সরকার আপনাকে দেবে ১৭০০ পাউন্ড। এটা হবে আপনার হাত খরচ। এমন একটি প্রস্তাবের ওপর ভোট হবে সুইজারল্যান্ডে। যদি প্রস্তাবটি পাস হয় তাহলে বিশ্বে সুইজারল্যান্ডই হবে জাতীয় পর্যায়ে নাগরিকদের এমন আর্থিক সুবিধা দেয়া প্রথম দেশ। লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। বলা হয়েছে, ওই প্রস্তাব অনুযায়ী প্রতিজন নাগরিককে মাসে ২৫০০ সুইস ফ্রাঙ্ক দেয়ার কথা বলা হয়েছে। যা মাসে ১৭০০ পাউন্ডের সমান। এমন প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রথম দেশও সুইজারল্যান্ড।