এক যাত্রীকে নিয়েই উড়লো বিশাল বিমান
বিশাল বিমান, তবে যাত্রী একজনই। কোনও ভিআইপি নন তিনি। একজন সাধারণ মানুষ। তবে তিনিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান যাত্রী। বিমান যাত্রায় তিনি যেন এক রক স্টার!
আসলে তুষারপাতের কারণে মধ্যাঞ্চলীয় উহানে বেশ কয়েকটি ফ্লাইট চলাচলে বিলম্ব হচ্ছিল। আর ছুটি কাটাতে গুয়াংঝো যাচ্ছিলেন ঝ্যাংনামের ওই ভাগ্যবান যাত্রী। তার সি জেড ২৮৩৩ ফ্লাইটটিও পড়ে যায় বিলম্বিত ফ্লাইটের তালিকায়। বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ার আশঙ্কায় যাত্রীদের আগের একটি ফ্লাইটে গাঁদাগাদি করে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। অনেকেই তাতে রাজি হয়ে চলে যান। তবে নিজের ফ্লাইটের অপেক্ষায় থাকেন ঝ্যাং। শেষ পর্যন্ত শেষ হয় অপেক্ষার প্রহর। বিমানে উঠে ঝ্যাং দেখতে পান সেখানে আর কোনও যাত্রী নেই। এর পরই ‘রক স্টার’ ট্রিপের সুযোগ মিলে যায় ঝ্যাং এর জন্য। একমাত্র যাত্রী হওয়ায় ফ্লাইট অ্যাটেনডেন্ট আর পাইলটের কাছ থেকে বিশেষ মনোযোগ পান তিনি। বিমানে একক যাত্রী হিসেবে সেবা পাওয়া, কোনও ধরনের চিৎকার, যাত্রীদের বিশৃঙ্খলামুক্ত এ ভ্রমণ করতে পেরে নিজেকে ‘রক স্টার’ বলে উল্লেখ করেছেন তিনি। অনেকেই তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন। তবে একজন মাত্র যাত্রীকে নিয়ে ছেড়ে যাওয়ায় কেউ কেউ আবার বিমান কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। চীনা ব্লগিং সাইট উইবোতে নিজের অনুভূত প্রকাশ করেছেন ঝ্যাং। তিনি বলেন, ‘আমার খুব খুশি লাগছে। এটি আমার জন্য বিরল এক অভিজ্ঞতা এবং নতুনও বটে। নিজেকে রকস্টারের মতো মনে হচ্ছে আমার।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উইবোতে তার দেয়া সে পোস্টে অনেকগুলো লাইক ও কমেন্ট এসেছে। পোস্টটি শেয়ারও হয়েছে অনেকবার। উইবো ব্যবহারকারীদের একজন লিখেছেন, ‘এতো দুর্যোগপূর্ণ আবহাওয়াকালীন ভ্রমণে আপনি এ ধরনের আতিথেয়তা পেয়েছেন। অবশ্যই আপনি একজন ভাগ্যবান।’ আরেকজন লিখেছেন-‘বোন, আপনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান যাত্রী। এ সম্মান ধরে রাখুন।’ তবে মাত্র একজন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়াকে বিমান কর্তৃপক্ষের অসংযত আচরণ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন-‘চীনের নতুন বছর উদযাপনের জন্য যখন হাজার হাজার মানুষ বাড়ি যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তখন এ ধরনের ঘটনা কি অপচয় নয়?’ আরেকজন লিখেছেন-‘বিমানটি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতো এবং আরও যাত্রী নিতে পারতো। একজন যাত্রী নিয়ে যাওয়ায় জ্বালানিরও অপচয় হয়েছে।’ উল্লেখ্য, বৈরি আবহাওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে সোমবার প্রায় ১ লাখ যাত্রী গুয়াংজু রেলস্টেশনে আটকা পড়েন। চীনে প্রতিবছর ৮ ফেব্রুয়ারি লুনার নববর্ষ পালন করা হয়। -বিবিসি