গত ২০০ বছরের প্রভাবশালী নারী মার্গারেট থ্যাচার
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে গত ২০০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে মনে করেন ব্রিটিশ নাগরিকরা। মঙ্গলবার প্রকাশিত এক জরিপের ফলাফলে ব্রিটিশ নাগরিকদের এ মনোভাব প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী ‘আয়রন লেডি’ নামে পরিচিত মার্গারেট থ্যাচার।
১৯৭৯ সাল থেকে তিন মেয়াদে টানা ১১ বছর ক্ষমতায় ছিলেন থ্যাচার। ১৯৯০ সাল পর্যন্ত রক্ষণশীল দলের হয়ে ব্রিটেনে সরকার পরিচালনা করেন তিনি। ২০১৩ সালের এপ্রিলে তার মৃত্যু হয়।
থ্যাচারের প্রধানমন্ত্রীত্বের সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল যুক্তরাজ্যে। তবে সব বিতর্ক ছাপিয়ে দৃঢ়ভাবে সরকার চালানোর প্রতীকে পরিণত হন তিনি। তার আমলে ট্রেড ইউনিয়ন, বেসরকারিকরণ এবং ফকল্যান্ড যুদ্ধের মতো বিষয়গুলো নিয়ে ব্রিটিশদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।
জরিপে ২৮ শতাংশ ভোট পেয়ে বিজ্ঞানী ম্যারি কুরিকে পেছনে ফেলেছেন থ্যাচার। দুবার নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত বিজ্ঞানী কুরি ২৪ শতাংশ ভোট পেয়েছেন। এর পরে স্থান পেয়েছেন, রাণী এলিজাবেথ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা।