৮০০ বর্গফুটের বাড়ি ৯ কোটি টাকা !
মাত্র ১০ ফুট প্রস্থের একটি বাড়ির দাম ৯ কোটি টাকার বেশি ! চোখ কপালে ওঠার মতো খবর। দেখা যায়, আমাদের দেশের অনেক ভবনের সিঁড়ির প্রস্থ ১০ ফুটের কাছাকাছি। সেখানে লন্ডনের একটি সরু বাড়ির দাম উঠেছে ৯ কোটি টাকার বেশি।
বাড়ি কেনাবেচার প্রতিষ্ঠান ফক্সটনস লন্ডনের ক্ষুদে এই বাড়িটির বিজ্ঞাপনে বাড়িটিকে ‘অনন্য’ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে বাড়িটিকে ‘স্যান্ডউইচ’ বাড়ি বলা হচ্ছে। কারণ দুটি স্বাভাবিক আকারের বাড়ির মাঝখানে অবস্থিত এই বাড়িটি। মনে হয়, দুইটি বাড়ি সরু একটি বাড়িটিকে চেপে ধরে আছে।
বাড়িটি শুধু ঐতিহ্যের কারণেই এত বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়িটির পেছন দরজা খুবই ছোট, যা দিয়ে একজন মানুষ ঠিকমতো বের হতে পারে না। তবে ছোট্ট একটি বাগান আছে বাড়ির পেছনে।
লন্ডনের ইস্ট ডালউইচে ব্যারি রোডে এই বাড়িটি অবস্থিত। প্রস্থে সরু হলেও বাড়িটির মোট আয়তন ৮০০ বর্গফুট। আছে দুটি শয়নকক্ষ এবং দুটি বাথরুম।