চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লর্ড অ্যাভাবুরি
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বিশ্বব্যাপী মানবতা প্রতিষ্ঠায় এক সাহসি কণ্ঠস্বর লর্ড এরিক অ্যাভাবুরি আর নেই। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ে ৮৭ বছর বয়সে রবিবার লন্ডনে ইহকাল ত্যাগ করেন তিনি।
টানা প্রায় ৫০ বছর বৃটেনের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে প্রতিনিধিত্বকারী লর্ড অ্যাভাবুরি ১৯৬২ সালে লন্ডনের অরপিংটন আসনের আলোচিত উপনির্বাচনের মধ্যে দিয়ে হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন।
তিনি বিভিন্ন মেয়াদে হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে নেতৃত্ব দেন।
পৃথিবীজুড়ে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা সর্বজনবিধিত।
লর্ড অ্যাভাবুরি ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিবছর বৃটেনের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতো।
২০১৩ সালে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে উক্ত প্রতিবেদকের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকার দেন। যা এনটিভির হ্যালো এক্সিলেন্সি অনুষ্ঠানে প্রচারিত হয়। প্রয়াত লর্ড অ্যাভাবুরিকে স্মরণ করে পাঠকদের জন্য সাক্ষাৎকারের ভিডিওটি দেয়া হলো।