কার্ডিফ ক্যাসলে স্থায়ীভাবে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রবাসী বাঙালীরা নতুন ইতিহাস সৃষ্টি করেছেন

Cardiffকার্ডিফ থেকে বদরুল হক : গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারেল ও মাল্টি ন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ ক্যাসলে গত ২৮ আগস্ট বাংলাদেশের লাল বৃত্ত সবুজ পতাকা স্থায়ীভাবে উত্তোলনের মাধ্যমে কার্ডিফে বসবাসরত প্রবাসী বাঙালীরা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
বৃটেনে বাংলাদেশের দূতাবাসের বাহিরে কমনওয়েলথ ইন্সটিটিউট ও বার্মিংহাম প্যালেইসের পর কার্ডিফ ক্যাসলে বাংলাদেশের পতাকা উত্তোলনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের স্বীকৃতি  আদায় বাঙালীদের জন্য একটি গৌরবজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো।
আমেরিকা, ফ্রান্স, জাপান, ইউরিপিয়ান ইউনিয়নসহ সমগ্র বিশ্বের ৪৬ টি দেশের পতাকা বহণকারী ঐতিহ্যবাহী কার্ডিফ ক্যাসলে কাউন্সিলর আলী আহমদের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কার্ডিফ কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ডেরিক মর্গান।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের এডমিন অফিসার এস এম গোলাম সাওয়ার, কাউন্সিলর রমেশ পাটেল, ব্যবসায়ী আনা মিয়া, কমিউনিটি লিডার আলহাজ্ব আব্দুল মজিদ, সাংবাদিক মনসুর আহমদ মকিস, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, প্রবীণ মুরব্বী সৈয়দ শফিকুল হক, আমিনুর রশিদ, আব্দুল লতিফ কয়সর, ডা. সৈয়দ আব্দুল লতিফ, ডা. বাবলিন মল্লিক, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, গোলাম মর্তুজা, মল্লিক মোসাদ্দেক আহমদ, গোলাম আবু সালেহ জুবের, খন্দকার গোলাম সরওয়ার, নূরুল হক আনসারী, আহমেদ রহমান সালেহ, মুহিবুর রহমান খসরু, মুনীরা চৌধুরী মুন্নী, দিলাওর এ হোসাইন, জুবায়ের চৌধুরী, বদর উদ্দিন চৌধুরী বাবর, আশরাফ চৌধুরী, ইউসুফ খান, মো. মুজিব, সৈয়দ আশরাফ আলী, সেলিম চৌধুরী, শেখ এম সালাম, শফিকুর রহমান, দিলাওর চৌধুরী, কাওসার হোসাইন, শেখ আতিকুজ্জামান, মাখন শিকদার, হাজী রাজা মিয়া, ফজলুল হক ফারুক, আনসার আলী, ইকবাল অহমদ, সাইফুল ইসলাম শিপু, তৈমুদ আলী, সাইফুল ইসলাম নজরুল, রূপা মিয়া, ইয়াহিয়া হাসান, মহমুদ মিয়া, রফিকুল হক সানি, আবদাল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মুমিন, সফু মিয়া, নজরুল ইসলাম, মো. আব্দুল কাদির, জিল্লুল চৌধুরীসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবি, প্রতিনিধি নারী-পুরুষসহ নব প্রজন্মের সন্তানেরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পূর্বে ড: বালিন মল্লিকের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের পর যুবরাজ রেস্টুরেন্টে আগত অতিথিবৃন্দের সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
কার্ডিফ কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ডেরিক মর্গান ও কউন্সিলর আলী আহমদ আগত সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button