তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৮

Turkyতুরস্কের রাজধানী আংকারার মধ্যাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে। সংঘটিত এ বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, তাতে রাজধানীর বিরাট অংশ কেঁপে ওঠে।
বুধবার তুরস্কের সংসদ ভবনের কাছে সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেঙের কাছে এ বিস্ফোরণ ঘটেছে।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস জানিয়েছেন, বিস্ফোরণে আহত ৬১ জনকে রাজধানীর ১৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে তিনি বিস্ফোরণে হতাহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। পরে অবশ্য তিনি জানান, বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
এর আগে তুর্কি স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজিনওগ্লু ২০-২১ জন নিহত হওয়ার কথা বলেছিলেন।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির কর্মকর্তা ওমর সেলিক এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে মন্তব্য করেন।
তিনি বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণের মাধ্যমে আরেকবার সন্ত্রাসবাদের মুখোশ উন্মোচন হয়েছে।
তুর্কি সরকারের দেয়া বিবৃতি অনুসারে, একটি বাসে এ বিস্ফোরণ ঘটানো হয়। বাসটিতে তুর্কি জেনারেল স্টাফের সদস্যরা ছিলেন।
বিস্ফোরণের পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার পূর্বঘোষিত আজারবাইজান সফর বাতিল করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ব্রাসেলস সফর করার কথা ছিল কিন্তু তিনিও সে সফর বাতিল করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button