ব্রিটেনের ব্যস্ত সড়কে ইমু পাখি !
ব্রিটেনের এক ব্যস্ত সড়কে মনের আনন্দে এক ইমু পাখিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এতে ওই সড়কে বিশাল যানজট তৈরি হয়েছিল। এটিকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিল।
বুধবার দুপুরে যুক্তরাজ্যের হাম্পশায়ারের হাইব্রিচ সড়কে ইমু পাখিটিকে ঘুরে বেড়াতে দেখা যায় বলে বিবিসি জানিয়েছে। এটি পালিয়েছিল ওই এলাকার ‘হাইব্রিজ ফার্ম’ খামার থেকে। কিন্তু পালিয়ে যাবে কোথায়! ইমু পাখি তো উড়তে পারে না। হাঁটতে হাঁটতে সে খামার সংলগ্ন রাস্তায় এসে পড়ে। গোটা রাস্তা জুড়ে রাজকীয় ভঙ্গিতে চলতে থাকে। এতে সড়কে যানজট লেগে যায়। গাড়ি থামিয়ে লোকজন তার কাণ্ড দেখতে থাকে। অনেকে তো পাখিটির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী মেগান স্ট্রাঞ্জ বলেছেন,‘আমি প্রতিদিনের মতই গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলাম। হাইব্রিচ সড়কে এসে দেখি বিরাট জ্যাম। তখন দেখি, বিশাল এক ইমু ঘুরে বেড়াচ্ছে।’ তিনি আরো জানান, পথচারীরা তাকে দেখে বেশ মজা পাচ্ছিল।
এদিকে পাখিটি পালানোর পর থেকেই তার পিছু নিয়েছিল খামারের এক কর্মচারী। পাখির পিছন পিছন ছুটতে ছুটতে ততক্ষণে সেও হাজির হয় ওই সড়কে। কিন্তু তাকে ধরা কি চাট্টেখানি কথা! শেষে এক নারী চালকের সহায়তায় পাখিটিকে বন্দি করা সম্ভব হয়। এরপর ইমুকে গাড়িতে তুলে সোজা খামারে।