এক আসরে ৩০০০ বিয়ে !
এক আসরে একসঙ্গে একশ’, দুশ’ বার তারও বেশি লোকের বিয়ের খবরের কথা আমরা শুনেছি। তাই বলে একই আসরে ৩ হাজার যুগলের বিয়ে! এমনই অবিশ্বাস্য অথচ সত্যিই এই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ৬২টি দেশের উক্ত সংখ্যক জুটি দেশটির এক গির্জায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
খবরে বলা হয়, গণবিয়ে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার জুটি ইন্টারনেটের মাধ্যমে আবেদন করে। এদের মধ্যে ৩ হাজার যুগলকে বাছাই করা হয়। বিয়েতে সাক্ষী ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো প্রায় ২২ হাজার ব্যক্তি।
১৯৫৪ সালে গির্জাটি প্রতিষ্ঠা করেন রেভারেন্ড সান মাইয়ং মুন। তিনি ২০১২ সালে ৯২ বছর বয়সে মারা যান। মুনের অনুপস্থিতিতে এ গণবিয়ের উদ্বোধন করেন তার স্ত্রী হাক জ্যা হান মুন।
উল্লেখ্য, ১৯৬০ সালে প্রথম ওই গির্জায় গণবিয়ে অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিতভাবে তা হচ্ছে।