থাইল্যান্ডে নিখোঁজ ব্রিটিশ যুবতী
থাইল্যান্ডে নিখোঁজ ব্রিটিশ যুবতী গ্রেসি টেইলর (২১)। ১৬ই ফেব্রুয়ারি থেকে তার কোন খোঁজ মিলছে না। এ জন্য সহায়তা চেয়ে অনলাইনে আবেদন করেছেন তার পিতামাতা। তার মা স্যাম টেইলর ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, গ্রেসি টেইলর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল সফরে গিয়েছিল। সেখান থেকে সে ফিরে আসার জন্য সবকিছু গোছগাছ করছিল। কিন্তু ১৬ই ফেব্রুয়ারি থেকে তার কোন হদিস মিলছে না। এ বিষয়ে ডরসেট পুলিশে ২১শে ফেব্রুয়ারি তারা একটি নিখোঁজ বিষয়ক রিপোর্ট করেছেন। এরপর দিন গ্রেসি তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। স্যাম টেইলর বলেছেন, গ্রেসি তার সঙ্গে কথা বলেছিলেন ক্রাবি প্রদেশের আও নাং এলাকা থেকে। গ্রেসি দেশে ফেরার জন্য বিমানের টিকেট বুকিং করেছিলেন। কিন্তু তিনি বিমানে চড়েন নি। স্যাম টেইলর লিখেছেন, গ্রেসি ছিল অত্যান্ত বিমর্ষ, ভীত সন্ত্রস্ত। বলেছে, তাকে আঘাত করছে লোকজন। তাই মেয়ের সন্ধান চেয়ে তিনি স্থানীয়দের কাছে সহায়তা চেয়েছেন।