কেনিয়ায় গভীর গিরিখাদে যাত্রীবাহী বাস : ৪১ জনের মর্মান্তিক প্রাণহানি
কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৪১ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির ট্রাফিক পুলিশ কর্মকর্তা স্যামুয়েল কিমারু বলেছেন, নাইরোবি থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহর নারোকে বৃহস্পতিবার ভোর ২টায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নাইরোবি থেকে ভিক্টোরিয়া লেকের তীরে অবস্থিত অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার পথে মহাসড়ক থেকে ছিটকে বাসটি গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ার আগে যাত্রীবোঝাই বাসটি কয়েকবার উল্টে যায়।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা অনুমান করা যাচ্ছে না। তবে মনে হচ্ছে বাসটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল এবং অনুমোদিত গতির চেয়ে অনেক বেশি গতিতে চলছিল। পুলিশ আরো বলেছে, বাসটির চালক হয়তো ঘুমিয়ে গিয়েছিল।
কেনিয়ার রেডক্রস বলেছে, এ মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ জন নিহত হওয়া ছাড়াও অপর ২৭ জন গুরুতর আহত হয়েছে।