সৌদি বিমান ছিনতাইয়ের ছক নস্যাৎ করলো ফিলিপিন্স
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। ম্যানিলা ভিত্তিক একটি সংবাদপত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। এতে বলা হয়েছে, ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ছিনতাই পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। তারা গোপন কিছু কাগজপত্রও জব্দ করে যেখানে ছিনতাই পরিকল্পনার সত্যতা মেলে।
খবরে বলা হয়, সম্প্রতি ইরান থেকে ১০ জনের একটি দল পৃথক ফ্লাইটে তুরস্কের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পৌঁছায়। মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা ফিলিপিন্সে তারা এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। ম্যানিলা বুলেটিনের খবর অনুযায়ী, ম্যানিলাস্থ সৌদি দূতাবাস স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানায়। একই অনুরোধ জানানো হয় ফিলিপিন্স সরকারের অপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একই ধরণের অনুরোধ জানিয়েছিল ঢাকাস্থ সৌদি দূতাবাস।