মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
মিসরের সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন নেতাদের কাছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো এ আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মিসরের স্থানীয় আল আহরাম পত্রিকা এ খবর জানিয়েছে। শুক্রবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সম্মেলনে মার্কিন সরকারের পক্ষে থেকে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে মুখপাত্র জেন পাস্কি বলেন, মুরসিকে ছেড়ে দিতে সেনাবাহিনীর প্রতি জার্মানির আহ্বানের সাথে যুক্তরাষ্ট্রও একমত। তিনি জানান, মিসরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর হাজার হাজার মুরসি সমর্থক তাহরির স্কয়ারসহ কায়রোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। তবে মুরসিবিরোধীরা যুক্তরাষ্ট্রের এ আহ্বান প্রত্যাখান করেছে। যুক্তরাষ্ট্র এর আগে ব্রাদারহুড নেতাদের মুক্তির বিষয়ে সেনাবাহিনীকে আহ্বান জানান। এদিকে গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হওয়ার পর মুরসিকে জনসমক্ষে দেখা যায়নি। তবে অন্তর্বর্তীকালীন নেতাদের মতে, মুরসি নিরাপদ জায়গায়ই রয়েছেন।