বিশ্বসেরা শিক্ষকের তালিকায় এই ফিলিস্তিনি নারী

Hananঅহিংসাকে বিকশিত করার শিক্ষা পদ্ধতির প্রবর্তক এক ফিলিস্তিনি নারী শিক্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছেন।
হানান আল-রবকে (৪৩) গ্লোবাল টিচার প্রাইজ প্রতিযোগিতার জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান দিয়েছে ব্রিটেন ভিত্তিক ভার্কে ফাউন্ডেশন।
‘আমার শিক্ষা পদ্ধতিতে খেলার মাধ্যমে শিক্ষা এবং অহিংসার বিস্তারকে গুরুত্ব দেয়া হয়,’ তুরস্কের আনাদলু বার্তা সংস্থাকে বলছিলেন হানান।
তিনি বলেন, তার শিক্ষা পদ্ধতির মাধ্যমে মূল্যবোধ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কিছু আচরণগত সমস্যার সমাধান হচ্ছে।
‘ইসরাইলি দখলদারিত্বের কারণে আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেক আচরণগত সমস্যা তৈরি হচ্ছে। এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমি এসব আচরণগত সমস্যার সমাধান করতে পারছি এবং একটি শান্তিপ্রিয় ও সহযোগিতামূলক প্রজন্ম তৈরি করতে সক্ষম হচ্ছি।’
শিক্ষাক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়। এই তালিকায় সেরা দশে আছেন হানান।
বিজয়ী হলে তিনি পাবেন ১০ লাখ ডলার বা প্রায় ৮ কোটি টাকা। মার্চে এই পুরস্কার দেয়া হবে।
পশ্চিমতীর ও গাজায় প্রায় ৪৪,০০০ শিক্ষক রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।
হানান বলেন, ২০০০ সালে আল-আকসা মসজিদ কেন্দ্রিক ইন্তিফাদার (বিদ্রোহ) সময় পশ্চিমতীরে তার স্বামীকে গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি বাহিনী।
‘আমার স্বামী (প্রথমে) আহত হন। ইসরাইলি সেনারা তাকে বিদ্রুপ করে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। এতে আমার সন্তানরা ভীষণ কষ্ট পায়,’ স্মৃতিচারণ করছিলেন হানান।
তিনি বলেন, তার উদ্ভাবিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে তার সন্তানরা আবার সুস্থ হয়ে ওঠে এবং আত্মবিশ্বাস ফিরে পায়।
তিনি আশা করেন, তার শিক্ষা পদ্ধতি এবার পুরস্কার জিততে সক্ষম হবে। তিনি জয়ী হলে তা হবে পুরো ফিলিস্তিনি জাতির জয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button