দুর্নীতি মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা আটক
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাবে আটক করেছে পুলিশ। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসে বড় ধরনের জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তাকে তার বাড়ি থেকে আটক করেছে ফেডারেল পুলিশের সদস্যরা।
তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০১১ সালে ক্ষমতা ছাড়েন লুলা। তিনি কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন।
পেট্রোবাসের দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায়, যা অপারেশন কার ওয়াশ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে তদন্ত চলছে।