দূষণ কমাতে ‘এয়ার কোয়ালিটি বিল’ এ রুশনারার সমর্থন
ক্ষতিকারক ডিজেল ধোঁয়ায় মৃত্যু বন্ধ করতে ‘এয়ার কোয়ালিটি বিল’কে সমর্থন জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেথনাল বো এন্ড গ্রিন আসনের ব্রিটিশ এমপি রুশনারা আলী। সোয়ানসি ওয়েস্ট এর লেবার দলীয় কো-অপারেটিব এমপি গেরিয়েন্ট ডেবিস এই বিলটি উত্থাপন করেছেন। রয়েল কলেজ দ্বারা পরিচালিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেল ধোঁয়ায় ক্যান্সার, স্ট্রোক ও হার্ট সমস্যায় প্রতিবছর ৪০,০০০ লোক অস্বাভাবিক মৃত্যুবরণ করছে।
নতুন এই বিলে বলা হয়েছে, গাড়িতে ডিজেলে ব্যবহার আরো কমিয়ে নিয়ে আসতে হবে। পরিবেশ সংস্থাগুলোকে আরো বেশী ক্ষমতা দিতে হবে যাতে করে তারা আবাসিক এলাকার দূষণ রোধে কাজ করতে পারে।
এ প্রসঙ্গে রুশনারা বলেন, আমি ‘এয়ার কোয়ালিটি বিল’কে সমর্থন করতে পেরে আনন্দিত। বেথনাল গ্রীণ এন্ড বো এলাকার বাসিন্দারা ক্ষতিকারক ডিজেল এর ক্ষতিকারক ধোঁয়ার স্বাস্থ্যগত বিরুপ প্রভাব নিয়ে উদ্বিগ্ন।’
তিনি বলেন, এই বিলটি হাজারো মানুষের জীবন রক্ষা করবে। পরীক্ষা করে গাড়ি চালালে তাতে বিলিয়ন পাউন্ড খরচও সঞ্চয় হবে।
ব্রিটিশ লাঞ্জ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী ডা. পেনি উডস বলেছেন, বায়ু দূষণেল কারণে প্রতিবছর হাজারো লোক মারা যায়। দূষণ ফুসফুস ক্যান্সার বাড়ায়।