তুরস্কের জামান পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে
তুরস্কে কর্তৃপক্ষ দেশটির বৃহত্তম একটি সংবাদপত্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। দেশটির একটি আদালত পত্রিকাটিতে সরকারি নিয়ন্ত্রণের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ সেখানে তল্লাশি চালায়। ওদিকে পত্রিকার নিয়ন্ত্রণ গ্রহণের প্রতিবাদে সমবেত মানুষ এর সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। জামান নামক ওই পত্রিকাটির প্রধান সম্পাদক বলেছেন এ ঘটনাটি দেশ ও গণতন্ত্রের জন্যে একটি অন্ধকার অধ্যায় হিসেবে। তুরস্কের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রও। জামানকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এর ঘনিষ্ঠ বলে মনে করা হয়।