ইরানের সর্বোচ্চ ধনী বাবাক জাঞ্জানির মৃত্যুদণ্ড
দুর্নীতির দায়ে ইরানের বিলিয়নিয়ার ব্যবসায়ী বাবাক জাঞ্জানিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার কোম্পানির মাধ্যমে রফতানি করা তেল থেকে পাওয়া অর্থ আটকে রাখার অভিযোগে ২০১৩ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বিচার বিভাগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাঞ্জানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। জাঞ্জানির সঙ্গে আরো দুজনকে একই অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে তাদের সবাইকে আত্মসাৎকৃত সমুদয় অর্থ ফেরত দিতে বলা হয়েছে।
এর আগে ইরানের সর্বোচ্চ ধনী এই ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সেসময় ইরানের ওপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সহায়তা করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র ও ইইউ।
২০১০ সাল থেকে ইরান সরকারের পক্ষে কয়েক মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে বাবাক জাঞ্জানির মালিকানাধীন কোম্পানি। সূত্র: বিবিসি