মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ বহাল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়। আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে ৭ কার্যদিবসে এ মামলার শুনানি ২৪ ফেব্রুয়ারি শেষ হয়।
১৬ মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ ৮ জনকে হত্যার ২ অভিযোগে মীর কাসেমের মৃত্যুদন্ডাদেশ এবং অপহরণ ও আটকে রেখে নির্যাতনের ৮ অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদন্ড হয়েছিল।
এর আগে সকাল ৯টার দিকে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।