প্রথম হিজাবী নারীচালিত বিমানের অবতরণ

Female crewপ্রথমবারের মতো রয়্যাল ব্রুনাই এয়ারলাইনসের নারীচালিত একটি বিমান সৌদি আরবের মাটিতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলো। রয়্যাল ব্রুনাই কোম্পানির বিমানটির পাইলট থেকে শুরু করে ক্রুসহ কর্মরত সবাই ছিলেন হিজাবী নারী।
গত মঙ্গলবার জেদ্দায় নারীচালিত বিমানটি অবতরণ করার মধ্য দিয়ে সৌদি আরবের ইতিহাসে অভাবনীয় একটি ঘটনা যোগ হল। কারণ, যেখানে সৌদি আরবে মহিলাদের পাইলট হওয়া বেআইনি, সেখানে মহিলাচালিত বিমানের উপস্থিতি অনেকটা অবাক হওয়ার মতোই ঘটনা। ক্যাপ্টেন শেরিফা জেরিনা সুরাইনি, সিনিয়র ফার্স্ট অফিসার নাদিয়া পিজি খাশিয়েম ও সারিয়ানা নুরদিন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে ব্রুনাই থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেন। ২০১৩ সালে শেরিফা জেরিনা সুরাইনি ব্রুনাইয়ের প্রথম মহিলা ক্যাপ্টেন হিসেবে নিয়োগ লাভ করেন।
তিনি বলেন, ‘পাইলট হিসেবে মানুষ পুরুষকে দেখতেই অভ্যস্ত ছিল। এই পেশা যেন একচেটিয়া পুরুষের দখলে। তাই একজন মহিলা হিসেবে এটা সত্যিই খুব বড় পাওয়া।’
সৌদি আরবে ধীরে ধীরে সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ঘটনায় নারীরা আরো উৎসাহবোধ করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button