৩০০ বছর পর এক গাণিতিক সমস্যার সমাধান

Andrewঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ৩০০ বছর পুরাতন একটি গাণিতিক সমস্যার সমাধান করায় ৫০০,০০০ পাউন্ড (প্রায় ৬ কোটি টাকা)  পুরস্কার জিতেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শতাব্দী প্রাচীন এই অংকটি সমাধানের ঘটনাকে ‘যুগান্তকারী মুহূর্ত’ বলে অ্যাখ্যা দিয়েছে।
৬২ বছর বয়সী প্রফেসর স্যার অ্যান্ড্রু উইলস ‘ফারমাট’স লাস্ট থিওরি’ প্রমাণ করায় নরওয়ের সাইন্স ও লেটার একাডেমি তাকে আবেল প্রাইজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পুরস্কারের প্রাইজ মানি বাবদ তিনি ওই ৫ লাখ পাউন্ড অর্থ পাচ্ছেন। তিনি ১৯৯৪ সালে ‘ফারমাট’স লাস্ট থিওরি’র সমাধান প্রকাশ করেছিলেন।
আগামী মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান ক্রাউন প্রিন্স হাকুনের হাত থেকে পুরস্কার বাবদ ৬০ লাখ নরওয়েজিয়ান ক্রোন বা ৫ লাখ পাউন্ড গ্রহণ করবেন স্যার অ্যান্ড্রু।
জগৎ বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক স্যার অ্যান্ড্রু বলেন, ‘আবেল প্রাইজ পাওয়া বিরাট সম্মানের বিষয় এবং গণিতের অবদানে পূর্বে যারা কাজ করেছেন তাদের সাথে একই সারিতে দাঁড়াতে পারা আরো বেশি গর্বের বিষয়।’ সূত্র : টেলিগ্রাফ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button