বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে ব্রিটিশ কোম্পানি ‘রেডলাইন’

Shahjalalহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা উন্নয়নের দায়িত্ব পেয়েছে ব্রিটিশ কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড। নিরাপত্তা উন্নয়ন খাতে ২ বছরের জন্য রেডলাইনকে ৭৩ কোটি ২৫ লাখ টাকার অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে কোম্পানিটিকে এ দায়িত্ব দেওয়া হয়।
সোমবার এ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে রেডলাইন।
রেডলাইন সিকিউরিটি কোম্পানির সদস্যরা শাহজালালের বর্তমান নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। যুক্তরাজ্যের সংস্থাগুলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করে।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটি সংস্থা ও বিভিন্ন বিমানবন্দর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এদের কাজ দিয়ে থাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় ব্রিটিশ সিকিউরিটি কোম্পানি রেডলাইন, রেসট্রাটা ও ওয়েস্ট মিনিস্টার নামে তিনটি প্রতিষ্ঠান এ কাজে প্রস্তাব জমা দেয়।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সোমবার এ বিষয়ে চুক্তি হবে। এরপর থেকে কোম্পানিটি কাজ শুরু করবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্রিটিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত আর কোনো সংকট থাকবে না।
গত ৮ মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।
ওইদিন দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সামপ্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূর্ণ করা হয়নি। অন্তর্বতীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেয়া হবে না।’
এর আগে গত বছর ডিসেম্বরে অস্ট্রেরলিয়াও বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button