ইইউ ছাড়ার বিপক্ষে দাঁড়াচ্ছেন মিলিব্যান্ড
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিপক্ষে জোরালে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ড। ইইউতে থাকার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও প্রগতিশীল পরিবর্তন অর্জিত হতে পারে—এমন যুক্তিই দিবেন তিনি। মঙ্গলবার এক বক্তৃতায় এসব কথা বলেন মিলিব্যান্ড।
ইইউতে থাকার পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মিলিব্যান্ড মুক্তবাজারের ধোঁয়া তুলে ইইউ ছেড়ে যাওয়ার প্রচারণাকারীদের অভিযুক্ত করবেন। এই দলের দাবি, ইইউর বাইরে থাকলেই যুক্তরাজ্য বেশি শক্তিশালী হবে। উল্লেখ্য, ইইউতে থাকা-না থাকা নিয়ে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে।
মিলিব্যান্ড বলেন, ‘গত নির্বাচনে লেবার পার্টিকে ভোট দেয়া ৯০ লাখ মানুষকে আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই: আপনার যে পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন, আমি তা বিশ্বাস করি এবং আমি এখনো তা ব্রিটেনে দেখতে চাই। একমাত্র ইউরোপীয় ইউনিয়নে থাকার মাধ্যমেই তা অর্জিত হতে পারে।