৬২৯ ইউপির ফল : আ’লীগ ৪৬৯ বিএনপি ৪৫

ECইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ৭১২ ইউপির মধ্যে ৬২৯টির ফল জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে ইসির গণসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামানের পাঠানো ওই ফল সংবলিত তালিকায় দেখা গেছে, এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৬৯টিতে আওয়ামী লীগের ও ৪৯টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। আর ১০৭টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের বেশিরভাগ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী।
মঙ্গলবারের ওই ভোট নিয়ে আওয়ামী
লীগ সন্তুষ্টি প্রকাশ করলেও বিএনপি বলেছে, নির্বাচনের নামে তামাশা হয়েছে।
বুধবার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটারের ব্যাপক উপস্থিতির কারণ হিসেবে নারীদেরই বেশি কৃতিত্ব দিচ্ছে ইসি।
আসাদুজ্জামান বলেন, ৭১২ ইউপিতে মঙ্গলবার ভোট হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জন নির্বাচিত হওয়ায় বাকি ইউপির চেয়ারম্যান পদে ভোট হয়।
ফলের ওই তালিকায় দেখা গেছে, প্রথবারের মতো চেয়ারম্যান পদে দলভিত্তিক ইউপি নির্বাচনে ইসির নিবন্ধিত ১৪টি দল অংশ নিলেও জয়ের মুখ দেখেছে ৭টি।
৬২৯ ইউপির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৬৯টিতে জয় পেয়েছে; দলটি প্রদত্ত ভোটের ৫৩ দশমিক ৭২ শতাংশ পেয়েছে।
বিএনপি ৪৯টিতে জয় পেয়েছে এবং দলটির প্রাপ্ত ভোট ১৬ দশমিক ৯৪ শতাংশ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ১০৭টিতে জয় পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন প্রদত্ত ভোটের ২৪ দশমিক ১ শতাংশ।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থীরা ৭টিতে জয়ী হয়েছেন এবং দলটি প্রদত্ত ভোটের ০ দশমিক ৯ শতাংশ পেয়েছে।
ওয়ার্কার্স পার্টি দুই ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে এবং দলটির মোট ভোট ০ দশমিক ০৭ শতাংশ।
জাতীয় পার্টির দুইজন চেয়ারম্যান হয়েছেন এবং দলটি পেয়েছে ০ দশমিক ৯২ শতাংশ ভোট।
জাতীয় সমাজতান্ত্রিক দল_ জাসদের চেয়ারম্যান প্রার্থীরা তিনটিতে জয় পেয়েছেন এবং দলটি প্রদত্ত ভোটের ০ দশমিক ৪৯ শতাংশ পেয়েছে।
ইসলামী আন্দোলন একটি ইউপিতে জয় পেয়েছে। দলটি ২ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button