বাবার আসল পরিচয় জানতে পারলেন ব্রিটিশ আর্চবিশপ

হুইস্কি বিক্রেতা নন৷ আসল বাবা ছিলেন ব্রিটেনের অন্যতম কূটনীতিক৷ ৬০ বছর বয়সে এসে বাবার আসল পরিচয় জানতে পারলেন ব্রিটেনের ক্যান্টারবেরি আর্চবিশপ জাস্টিন ওয়েলবি৷
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সর্বশেষ ব্যক্তিগত সচিব স্যার এ্যান্টনি মন্টেগো ব্রাউন ছিলেন আর্চবিশপের বাবা৷ তেমনই জানিয়ে দিল অত্যাধুনিক ডিএনএ পরীক্ষা৷
তথ্য সামনে আসতেই বিস্মিত আর্চবিশপ৷আর্চ বিশপের দাখিল করা তথ্যে এতদিন তার বাবা হিসেবে স্থান পেয়েছিলেন গ্যাভিন ওয়েলবি৷ ১৯৭৭ সালে তার মৃত্যু হয়৷
ষাটের কোঠায় পৌঁছে চার্চ অফ ইংল্যান্ডের নেতা নতুন করে বাবার পরিচয় জেনে রীতিমত ধাক্কা খেয়েছেন৷এই ঘটনা ব্যক্তিজীবনে এক আঘাত৷ জানিয়েছেন চার্চ অফ ইংল্যান্ডের নেতা৷
ব্রিটেনের প্রথম সারির দৈনিক ডেলি টেলিগ্রাফ আর্চবিশপের পিতার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে৷ তারপরেই ডিএনএ পরীক্ষার সম্মতি দেন জাস্টিন ওয়েলবি৷পরীক্ষায় আর্চবিশপের মুখের লালার সাথে স্যার এ্যান্টনির চুলের নমুনা মিলিয়ে দেখা হয়। এতে প্রায় শতভাগ মিল দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে তারা পিতা ও পুত্র।
আর্চবিশপের মা লেডি উইলিয়ামসও স্যার এ্যান্টনি মন্টেগোর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিলের সচিব হিসেবে কাজ করেছেন লেডি উইলিয়ামস৷ সেই সময়ই এ্যান্টনি ও লেডি উইলিয়ামসের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছিল৷ সেসব লুকিয়ে রেখেই ১৯৫৫ সালে হুইস্কি বিক্রেতা গ্যাভিন ওয়েলবিকে বিয়ে করেছিলেন লেডি উইলিয়ামস। বিয়ের নয় মাস পর জন্ম হয় জাস্টিন ওয়েলবির। পরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন উইলিয়ামস৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button