ব্রিটিশ প্রধানমন্ত্রী ৭৭ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন
পানামার ল’ ফার্ম মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে প্রয়াত পিতার অফশোর কোম্পানি ছিল বলে জানাজানি হওয়ার পর চাপের মুখে নিজের আয়কর বিবরণী প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ গোপন নথি বিশ্বব্যাপী ‘পানামা পেপার্স’ হিসেবে পরিচিতি পেয়েছে। ফাঁস হওয়া নথিগুলো দেখিয়েছে পানামা-ভিত্তিক ল’ফার্ম মোস্যাক ফনসেকা কীভাবে তাদের মক্কেলদের অর্থ পাচারে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞা এড়ানোর এবং কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে।
এসব পথের সুযোগ নিয়ে বিশ্বের ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন, কালো টাকা সাদা করেছেন।