ইউরোপ থেকে ১০ হাজার উদ্বাস্তু শিশু নিখোঁজ
ইউরোপে আশ্রয় নিতে আসা উদ্বাস্তু পরিবারগুলোর ১০ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়ে গেছে। এসব শিশু যৌন চক্রগুলোর খপ্পরে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোল এ খবর প্রকাশ করেছে। সংখ্যাটি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৮ থেকে ২৪ মাসে নিখোঁজের এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপেলের চিফ অব স্টাফ ব্রায়ান ডোনাল্ড জানান, ইউরোপে পৌছার পর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের খাতায় নিবন্ধন করার পর এসব শিশু নিখোঁজ হয়ে যায়।
তিনি বলেন, কেবল ইতালি থেকেই নিখোঁজ হয়েছে পাঁচ হাজার শিশু। তিনি বলেন, এসব বিষয় নিয়ে তদন্ত হচ্ছে।
অবজারভার পত্রিকা জানায়, এসব শিশু যৌন ও দাসবৃত্তিতে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে কোনো কোনো শিশু তাদের পরিবারের অন্য সদস্যদের কাছেও যেয়ে থাকতে পারে।
গত বছর প্রায় ১০ লাখ অভিবাসী ইউরোপে উপস্থিত হয়। তাদের বেশির ভাগই ছিল সিরিয়ার। তাদের সাথে প্রায় দুই লাখ ৭০ হাজার ছিল শিশু।