বন্ধ হয়ে গেল আল জাজিরার আমেরিকা শাখা
কাতারভিত্তিক নেটওয়ার্ক আল জাজিরার আমেরিকা শাখা বন্ধ হয়ে গেল গতকাল মঙ্গলবার। ২০১৩ সালে আল জাজিরা চালু হওয়ার পর উল্লেখযোগ্য হারে দর্শক নন্দিত হয়নি।
এ কারণে তা বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে কতজন সাংবাদিক চাকরি হারাচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে তিন ঘণ্টার বিদায়ী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
তারপরেই আমেরিকায় আল জাজিরার পর্দা কালো হয়ে যায়। জানুয়ারিতে আল জাজিরা নেটওয়ার্ক ঘোষণা করে যে, তারা সহসাই যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে অর্থনীতি। আল জাজিরা আমেরিকায় মহৎ উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় সে টিকতে পারলো না।