কোহিনূরের আশা ছেড়ে দিয়েছে ভারত!

Kohinoorপৃথিবীর শ্রেষ্ঠতম রত্মপাথর কোহিনূর ফেরত পাওয়ার আশা ভারত দৃশ্যত ছেড়ে দিয়েছে। তারা মনে করছে, ব্রিটিশ রাজমুকুট থেকে এই হীরে ভারতে ফিরিয়ে আনা সম্ভব নয়৷ ১৯৭২ সালের প্রত্নসামগ্রী ও শিল্পসম্পদ আইনের ধুয়ো তুলে এ কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ৷
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়েরর বক্তব্য, এই আইন অনুসারে স্বাধীনতার আগে যা দেশের বাইরে চলে গিয়েছে তা আর ফিরিয়ে আনা যায় না৷ Antiquities and Art Treasure Act, 1972 আইন অনুযায়ী, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া) কেবলমাত্র অবৈধ উপায়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এমন প্রাচীন বস্তুসামগ্রীই ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে চর্চা করতে পারে৷ তথ্য জানার অধিকার আইনবলে সুপ্রিম কোর্টে পেশ করা এক আবেদনের জবাবে এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক৷
কোহিনূর হীরে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে৷ সেই মামলার সূত্রেই দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এ বিষয়ে সরকারকে তার নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়৷
ব্রিটেনের কুক্ষিগত বিভিন্ন ভারতীয় পুরাতাত্ত্বিক নিদর্শন দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সরকারের ভূমিকা কী জানতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল৷ এই আবেদন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছেও পাঠানো হয়েছিল৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, বিষয়টি সংস্কৃতি মন্ত্রকের অধীনে পড়ে৷ এর পরেই আইনি কৈফিয়ত চেয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের জবাব দেয়ার দায় বর্তায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপর৷ কোহিনূর ফেরানো সম্ভব নয়, এ কথা জানানোর পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয় আরো একটি বিষয়ে সরকারি গাফিলতির কথা স্বীকার করেছে৷ তা হলো, ব্রিটেনের কুক্ষিগত ভারতীয় পুরাতাত্ত্বিক বস্তুর কোনো তালিকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআইয়ের কাছে নেই৷
মোগল আমলের ময়ূর সিংহাসন ও মহামূল্যবান হীরে ভারত থেকে নিয়ে গিয়েছিলেন পারস্য সম্রাট নাদির শাহ৷ পরে তিনি সেই হীরের নাম দেন কোহিনূর৷ নাদির শাহের হাত থেকে কোহিনূর যায় আফগান বাদশার কাছে৷ পরে সেটি শিখ রাজা রণজিৎ সিংয়ের মুকুটে ঠাঁই পায়৷ রণজিৎ সিংয়ের মৃত্যুর পর তার রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনতা স্বীকারে বাধ্য হয়৷ বশ্যতার নিদর্শনস্বরূপ কোহিনূর উপহার দেয়া ব্রিটিশ মহারানি ভিক্টোরিয়াকে৷ রণজিৎ সিং ছিলেন রসিক মানুষ৷ ব্রিটিশ সেনা অফিসার তথা নামকরা গুপ্তচর আলেকজান্ডার বার্নস তাকে জিজ্ঞাসা করেন, কোহিনূরের দাম কত? জবাবে মুচকি হেসে রণজিৎ সিং বলেন, ইসকি কিমৎ পাঁচ জুতি৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button