ব্রিটিশ বাণিজ্য দূত হলেন রুশনারা আলী

Rushnara Ali MPবাংলাদেশ বিষয়ক ব্রিটেনের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেথনাল গ্রিন এন্ড বো আসনের বৃটিশ এমপি রুশনারা আলী। বাংলা নববর্ষের শুরুতে দুই দেশের বাণিজ্য বিষয়ক সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁকে এই নিয়োগ প্রদান করেন। শুক্রবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৃটিশ প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার এলিসন ব্লেইক বলেছেন, বাংলা নববর্ষের শুরুতেই প্রধানমন্ত্রী রুশনারা আলী এমপিকে বাংলাদেশের বাণিজ্যিক দূত নিয়োগ করায় আমি আনন্দিত। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বৃটিশ কোম্পানির গুলোর জন্য এখানে অনেক সুযোগ লুকিয়ে আছে।
তিনি আরো বলেন, আমি এবং আমরা দল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার ও বন্ধুত্বপূর্ণ করতে রুশনারার সঙ্গে কাজ করে যাবো।
বাণিজ্যিক দূত হবার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুশনারা বলেন, বাংলাদেশের বাণিজ্যিক দূত হিসেব নিয়োগ পাওয়ায় আমি আনন্দিত। তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের কাছে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। দেশটি বিশেষভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার আসনের অনেকেই বাংলাদেশি। আর আমিই প্রথম বাংলাদেশি হিসেবে বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছি।
রুশনারা বলেন, আমি চাই বৃটেন বাংলাদেশকে সহযোগিতায় দুভাবে ভূমিকা রাখুক। দেশটিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া এবং জলবায়ুর হুমকি মোকাবেলায় সহযোগিতা করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button