সৌদি আরবে বন্যায় ১৮ জনের প্রাণহানি
আকস্মিক ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় সৌদিতে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। সৌদির বেসামরিক নিরাপত্তা পরিদপ্তর এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, গত বুধবার বন্যা উপদ্রুত এলাকা থেকে ৯১৫ জনকে উদ্ধার করেছে বেসামরিক নিরাপত্তা পরিদপ্তর। ওই পরিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যায় আক্রান্ত এলাকাগুলো থেকে তাদের কাছে ২৬ হাজার মানুষ কল করেন। এর মধ্যে মক্কা থেকে সবচেয়ে বেশি ১৩ হাজার ৭৭১টি কল আসে। এছাড়া রাজধানী রিয়াদ থেকে ছয় হাজার ২১২, বাহা থেকে চার হাজার ৫৫৪, আসির থেকে ৯৮২, মদিনা থেকে ৫৯, নাজরান থেকে তিনটি, হাইল থেকে ছয়টি ও কাসিম এলাকা থেকে ১৫টি কল আসে। পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত রিয়াদে ২২৫ জন, মক্কায় ৩৮১, আসিরে ২৫১, জাজানে ১৮ ও নাজরান এলাকা থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাঁদের বেশির ভাগই গাড়িতে আটকা পড়েছিলেন। এছাড়া পানিতে আটকে পড়া অন্তত ৮৫০টি গাড়ি উদ্ধার করা হয়েছে। বেসামরিক নিরাপত্তা পরিদপ্তরের মুখপাত্র ইয়াহইয়া আল-কাহতানি বলেন, বন্যায় দুই পাকিস্তানি মারা গেছেন। তিনজন এখনো নিখোঁজ আছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।