তনু হত্যা পরিকল্পিত : সিআইডি
প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই মনে করছেন তদন্তকারীরা। মঙ্গলবার বিকালে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, পোস্টমর্টেমে তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও আমরা মনে করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি মাথায় রেখেই তদন্ত করছি। ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। যেহেতু সেনানিবাস এলাকায় তনুর লাশ পাওয়া গেছে তাই আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি। সেনাবাহিনীও সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, প্রকৃত অপরাধীকে সনাক্ত করার জন্য সিআইডি তৎপরতা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য আজ সিআডি’র একটি উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দল ঢাকা থেকে কুমিল্লায় যায়। তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন ও তনুর স্বজনদের সঙ্গে কথা বলে।