ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশ ১৪৪তম

Reportersগণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সূচক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০১৬তে ১৮০টি দেশের মধ্যে ১৪৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের দুই বছরে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এই সূচক প্রকাশ করেছে। সূচকে সংবাদপত্রের স্বাধীনতায় শীর্ষ দেশের স্থান পেয়েছে ফিনল্যান্ড। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও নিউজিল্যান্ড। সূচকে বৃটেনের স্থান ৩৮তম ও যুক্তরাষ্ট্রের স্থান ৪১তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সূচকে এগিয়ে রয়েছে ভূটান, তাদের অবস্থান ৯৪তম। এ ছাড়া নেপালের অবস্থান ১০৫তম, আফগানিস্তানের ১২০তম, ভারতের ১৩৩তম, শ্রীলঙ্কার ১৪১তম ও পকিস্তানের ১৪৭তম। ২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে। সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের পয়েন্ট কমেছে ২.৯৯। তাতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আরএসএফের সূচকে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সংবিধান বা রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে সমালোচনাকে ভালো চোখে দেখা হয় না। এসব বিষয়ে যেসব সাংবাদিক বা ব্লগার সেন্সর করেননি, তাদের আজীবন কারাবরণ বা মৃত্যুদ-ের মতো ঝুঁকিতে থাকতে হয়। স্পষ্টবাদী ধর্মনিরপেক্ষ ব্যক্তিরাও ইসলামপন্থী জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছেন। তবে এর বাইরে কম সংবেদনশীল ইস্যুগুলোতে দেশটির গণমাধ্যম বহুমুখী ও যথেষ্টই স্পষ্টবাদী। গত বছরের তুলনায় বৈশ্বিকভাবেও গণমাধ্যমের স্বাধীনতা কমেছে বলে মন্তব্য করা হয়েছে এই সূচকে। তাতে বলা হয়েছে, বিশ্বনেতারা সাংবাদিকদের নিয়ে আতঙ্কে ভুগছেন। এবারের সূচককে বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন ভাবধারার আদর্শ ও প্রাইভেট খাতের মাধ্যমে গণমাধ্যমের উন্মুক্ততা ও স্বাধীনতার ওপর প্রবল আক্রমণের প্রতিফলন হিসেবে অভিহিত করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button