কট্টর শিবসেনা নেতার ইসলাম গ্রহণ
ভারতের কট্টর শিবসেনা নেতা সুশীল কুমার জৈন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে।। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম হয়েছে মোহাম্মদ আব্দুল সামাদ। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলির বাসিন্দা সুশীল কুমার জৈন সাবেক জেলা ইউনিট প্রেসিডেন্ট ছিলেন।
তিনি গত ১৫ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণ করেন বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন। কারো চাপে পড়ে নয়, তিনি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন, মানসিক শান্তি লাভের আশাতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বাকি জীবন ইসলাম ধর্মের অনুসারী হয়েই কাটাতে চান।
সুশীল কুমার জৈন বা আব্দুল সামাদ শুধু ধর্ম পরিবর্তনই করেননি। তিনি এখন রীতিমত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মসজিদে যান এবং ধারাবাহিকভাবে কুরআন শরীফও পড়ছেন। ধর্ম পরিবর্তন না করার জন্য তার ওপর বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের নেতারা চাপ সৃষ্টি করেছিল। তিনি তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।