মাওলানা মুহিউদ্দীন খান গুরুতর অসুস্থ

Muhi Uddin Khanউপমহাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, রাবেতায়ে আলম আল ইসলামীর সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, তাফসীরে মাআরিফুল কোরআনসহ অসংখ্য গ্রন্থের অনুবাদক ও মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান গুরুতর অসুস্থ। কিডনী ও শ্বাসকষ্টরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশুরোগ মুক্তি কামনায় গত কয়েকদিন যাবত দেশ-বিদেশে পবিত্র কোরআন খতমসহ বিশেষ মোনাজাত অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, উলামা মাশায়েখ পরিষদের যুগ্মমহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আবু জাফর কাসেমী, খতিব পরিষদের আমীর মুফতী মাসুদ, জাতীয় ফতোয়া বোর্ডের সদস্য মুফতী তাজুল ইসলাম কাওসারী, মুফতী আবু হাসান, মাওলানা আবদুল্লাহ হুজাইফা প্রমুখ।
এদিকে, মাসিক মদীনা পাঠক ফোরাম এর সদস্য সচিব মাওলানা রুহুল আমীন নগরী এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন খানের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের নিকট তার আশু রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button