এমএফএ জামান ২য় বারের মতো লন্ডন ম্যারাথনে দৌড়াচ্ছেন
বিশ্বের বৃহত্তম চ্যারিটি ইভেন্ট লন্ডন ম্যারাথনে এমএফএ জামান আগামী ২৪ এপ্রিল রবিবার পঙ্গু শিশুদের সাহাযার্থে ২৬.২ মাইল দৌড়াবেন। তিনি ২০১৫ সালের ৩৫তম লন্ডন ম্যারাথনেও অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র পঙ্গু শিশুদের সাহাযার্থে সারা ইউকে জোড়ে ১৪৫ মাইল দৌড় সম্পন্ন করেছেন। বৃটিশ চ্যারিটি সংস্থা গেট কিডস গোয়িংয়ের পক্ষ থেকে তিনি লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করছেন।
জামান বলেন, দ্বিতীয়বারের মতো আমি লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে আর এটি শুধু দৌড়ানো নয়; এখানে আমি মানবতার সেবায় অর্থাৎ পঙ্গু শিশুদের সাহাযার্থে দৌড়াবো। আমার সংগৃহীত অর্থের মাধ্যমে বৃটেনের সব ধর্ম-বর্ণের পঙ্গু শিশু এবং তরুণ যারা শুধুমাত্র পঙ্গুত্ব এবং অন্যান্য শারীরিক অক্ষমতার কারণে জীবনে এগিয়ে যেতে পারছেনা তাদেরকে সবধরণের সাহায্য করা হয়। আর এই সাহায্যের কারণে তারা অন্য সবার মতো জীবনের উন্নয়নের পথে অনেক এগিয়ে যেতে পারছে। এইসব পঙ্গু-অক্ষম শিশু এবং যুবক ছেলে-মেয়ে বিভিন্ন ধরনের স্পোর্টস যেমন অলিম্পিক, কমন্ওয়েলথ গেইম সহ বিভিন্ন ধরণের আন্তর্জাতিক এবং স্থানীয় স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বৃটেনের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে। আর এটি শুধুমাত্র সম্ভব হচ্ছে সবার সার্বিক আর্থিক সহযোগীতার কারণে।
গেট কিডস গোয়িং তাদেরকে সবধরনের ট্রেনিং এবং সাপোর্ট প্রদান করে আসছে যাতে তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারে সামনের দিকে। ব্যক্তিগতভাবে এইসব একটি পরিবারের পক্ষ থেকে এই ট্রেনিং এবং সাপোট চালিয়ে নেয়া সম্ভব নয়। আর সরকার থেকে এইসব ট্রেনিংয়ের জন্য কোনো আর্থিক সাহায্য প্রদান করা হয় না; শুধুমাত্র নূন্যতম সাহায্য প্রদান করা হয়। এইসব প্রতিভাবান শিশু এবং তরুণ শুধুমাত্র পঙ্গুত্ব এবং অন্যান্য শারীরিক অক্ষমতার জন্য হয়তো জীবনে কিছু করতো পারতো না কিন্তু গেট কিডস গোয়িংয়ের সাহায্যের কারণে আজ তারা দেশ-বিদেশে নিজেদের প্রতিভার সাক্ষর রাখতে সমর্থ হয়েছে।
আজ আপনাদের আর্থিক সাহার্য্যরে কারণে এইসব অক্ষম শিশু এবং তরুণদের জীবনে আমূল পরিবর্তন ঘটছে যা এককথায় অসাধারণ এবং অচিন্তনীয়।
বৃটিশ অ্যাথলেট ডেলি থমসন ওবিই, বৃটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ড, ক্রিকেটার স্যার ভিভ রিচাডর্স ওবিই, ব্রায়ান লারা, ডিসেবল রাগবি প্লেয়ার জেমস প্রাইস, ইমদাদ রহমান এমবিইর মতো অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব আমার চ্যারিটি রানকে বিশেষভাবে উৎসাহিত করেছেন এবং অর্থ সংগ্রহে সাহায্য করেছেন।
আমি আশাবাদী আপনারা সবাই আমাকে সার্বিক সহযোগীতা দিয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাই যারা বিভিন্ন দেশ থেকে আমাকে সবসময় সহযোগীতা করে আসছেন। আমার জাষ্ট গিভিং পেইজের আপনারা অর্থ ডোনেট করতে পারবেন এবং সবার সাথে সাথে শেয়ার করার অনুরোধ রইলো। আপনরা জাষ্ট গিভিং পেইজের এই লিংকের মাধ্যমে ডোনেট করুন: www.justgiving.com/mfa-zaman