যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ সদস্যকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ওহিও অঙ্গরাজ্যের পাইক কাউন্টিতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়। ৪টি স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথম দুটি লাশ নজরে আসে পুলিশের। এ সময় আশপাশের এলাকায় খোঁজ শুরু করলে বাকী লাশগুলো উদ্ধার করা হয়।
পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার জানান, পুলিশ কর্মকর্তারা ৩টি বাড়ি থেকে ৭ লাশ উদ্ধার করে। এগুলোর মধ্যে ২টি লাশ পাওয়া গেছে হাঁটার দূরত্বের ব্যবধানে, তৃতীয়টি পাওয়া গেছে আধা মাইল দূরে, সর্বশেষ অর্থাৎ অষ্টম লাশটি উদ্ধার হয় শুক্রবার বিকেলে আবাসিক এলাকা থেকে ৮ মাইল দূরে।
হত্যাকারী এখনো সশস্ত্র অবস্থায় আছে এবং সে বিপজ্জনক বলে স্থানীয়দের সতর্ক করেছেন পুলিশের কর্মকর্তা।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল মার্ক ডিওয়াইন এক বিবৃতিতে বলেছেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য। কয়েকজনকে রাতেই হত্যা করা হয়েছে। কারণ তাদের লাশ বিছানায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকান্ডের শিকার এক মায়ের পাশ থেকে তার ৪ দিন বয়সী শিশুকে উদ্ধার করা হয়েছে। এটা বিশ্বাস করা কঠিন।