এখন থেকে ওমরাহ ভিসায় ভ্রমণ করা যাবে সৌদি আরবের যে কোন জায়গায়
সৌদি আরবে আগে নিয়ম ছিল ওমরাহ করতে আসলে মক্কা মদিনার বাহিরে যাবার তেমন কোন সুযোগ ছিল না। এখন থেকে সব জায়গায় যেতে পারবেন ওমরাহ পালনকারীরা। সৌদি আরবের পর্যটন কমিশনের প্রেসিডেন্ট প্রিন্স সুলতান বিন সালমান রবিবার এ ঘোষণা দেন। ওমরাহ ভিসাকে এখন থেকে ভ্রমণ ভিসায় রূপান্তরিত করে সৌদি আরবের যেকোনো জায়গায় ভ্রমণ করা যাবে।
এ সুবিধা পেতে হলে উমরাহতে আগমণকারী তাদের ভিসাকে ট্যুরিস্ট ভিসাতে রুপান্তর করতে হবে। এ প্রসঙ্গে প্রিন্স সুলতান বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা কয়েক বছর আগেই কমিশন প্রস্তাব করেছিলো।
রিয়াদে অনুষ্ঠিত এক প্রেস বিবৃতিতে প্রিন্স সুলতান বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো উমরাহ ভিসায় আগমণকারীদের সৌদি আরবের ঐতিহাসিক ইসলামী স্থান, দর্শনীয় স্থান, শপিং সেন্টার ইত্যাদি দেখার সুযোগ করে দেয়া। ব্যবসায়িক ভিসায় আগমণকারী এবং জিসিসি নাগরিকরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে তিনি জানান। এ উদ্যোগের ফলে পর্যটকরা সৌদি আরবে আসলে দেশের উন্নতি হবে বলে তিনি আশাবাদী।