নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে স্বাবলম্বী হওয়া সম্ভব: শায়খ ইসহাক আল মাদানী
দারুল ইফতাহ সৌদি আরব বাংলাদেশের প্রতিনিধি শায়খুল হাদিস শায়খ ইসহাক আল মাদানী বলেছেন, সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সহজে স্বাবলম্বী হওয়া সম্ভব। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তাই ব্যবসার নিয়ম অনুযায়ী সকলকে ব্যবসা পরিচালনা করতে হবে। শুধু দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবে না আখেরাতের কল্যাণেও সবাইকে কাজ করার আহবান জানান।
শায়খ ইসহাক আল মাদানী গতকাল ২৫ এপ্রিল সোমবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির ৩য় তলায় ফাতেমা হিজাব এন্ড ফ্যাশন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শিল্পী সুরকার মশিউর রহমানের সভাপতিত্বে ও শিল্পী সুলায়মান আল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহিম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলীমুল এহসান চৌধুরী, শিক্ষাবিদ ছালেহ আহমদ তারেক, ব্যবসায়ী আব্দুল বারী, শিল্পী সালিম আহমদ, ফাহিম মাহমুদ সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
মিলাদ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শায়খ ইসহাক আল মাদানী।
ফিতা কেটে ফাতেমা হিজাব এন্ড ফ্যাশন এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি