ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম নারী মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ জানান, মারজিয়েহ আফকাহামকে ইরানের কূটনৈতিক মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আফকাহাম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ বছর ধরে কাজ করছেন। দেশটির সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে তিনি পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরান মানসুরেহ সারিফিসাদার নামে এক নারীকে জাপানের কূটনীতিক হিসাবে নিয়োগ দেয়।
১৯৭০ এর দশকের মাঝামাঝি সময়ে পশ্চিমা সমর্থিত শাহ শাসিত সরকারের আমলে মেহরাঙ্গিজ দৌলাতশাহি ডেনমার্কে ইরানের কূটনীতিক হিসেবে নিয়োগ পান। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী কূটনীতিক।
ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেবেন বলে অঙ্গীকার করেছেন। গত সপ্তায় তিনি চার্জ অব লিগ্যাল অ্যাফেয়ার্স-এর ভাইস প্রেসিডেন্ট পদে এলহাম আমিনজাদেহ নামে এক নারীকে নিয়োগ দেন।