বাড়ছে বিশ্ব নাগরিক

জাতীয় নাগরিক পরিচয় দেওয়ার বদলে মানুষ ক্রমবর্ধমান হারে নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পরিচালতি এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিকাশমান অর্থনীতির দেশগুলোতেই এ প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এসব দেশের মানুষেরা বহির্মুখী এবং আন্তর্জাতিক মানসিকতাসম্পন্ন।
পোলস্টার গ্লোবস্ক্যান ১৮টি দেশের ২০ হাজার মানুষকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিল। এদের মধ্যে অর্ধেকের বেশি (৫৬ শতাংশ) বিকাশমান অর্থনীতির দেশের মানুষ। তারা নিজেদের প্রথমত এবং মূলত বিশ্বের নাগরিক হিসেবে বিবেচনা করেন, জাতীয় নাগরিক নয়। এসব দেশগুলোর জরিপে অংশগ্রহণ করা মানুষের মধ্যে নাইজেরিয়ার ৭৩ শতাংশ, পেরুর ৭০ শতাংশ এবং ভারতের ৬৭ শতাংশ মানুষ এমন মনোভাব পোষণ করেন।
অপরদিকে শিল্পোন্নত দেশগুলোর মানুষেরা এর বিপরীত মনোভাব প্রকাশ করেন।  যেমন, জার্মানির অল্প মানুষই নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে বিবেচনা করেন। এসব ধনী দেশগুলোর মানুষদের মধ্যে ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের পর বিশ্ব নাগরিক ধারণাটি ১৫ বছর আগে জরিপ শুরু হওয়ার সময়ের তুলনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই মনে হয়েছে।
জার্মানিতে মাত্র ৩০ শতাংশ মানুষ নিজেদের বিশ্ব নাগরিক মনে করেন বলে জানিয়েছেন।
২০০১ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে জার্মানিতে বিশ্ব নাগরিক বলে মনে করা মানুষের এটিই সর্বনিম্ন হার বলে গ্লোবস্ক্যানের লিওনেল বেলিয়ার জানিয়েছেন। তবে ‘বিশ্ব নাগরিক’ বলতে কী বোঝায়, জরিপ চলাকালে এ ধারণাটির পরিচয় নিশ্চিত করতে বেশ বেগ পেতে হয়েছে বলে স্বীকার করেছেন জরিপকারীরা।  নিজেরা কোনো ধারণা সরবরাহ না করে এটি জরিপে অংশগ্রহণকারীদের উপর ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button