ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন। আহদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ৩৮৫ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় বিকাল ৫ টা ১৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকর্মীরা গতকাল সারারাত ধরে আটকে পড়া যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। অন্তঃনগর ট্রেনটি প্যারিস থেকে লিমোজেস শহরে যাচ্ছিল। কিন্তু প্যারিস ছাড়ার পরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। ওই প্ল্যাটফর্মটিও জনাকীর্ণ ছিল। তবে প্ল্যাটফর্মে অবস্থান করা অপেক্ষারত যাত্রীদের কেউ হতাহত হয়েছেন কিনা, সে ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কি কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ-মার্ক আইরল্ট দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি। ফ্রান্সের রেল সার্ভিস কর্তৃপক্ষ বলছে, ট্রেনটির মোট ৬ টি বগি লাইনচ্যুত হয়েছিল। তৃতীয় ও চতুর্থ বগি প্রথমে ও এরপর আরও ৪টি বগি লাইনচ্যুত হয়।