কানাডায় বিশাল দাবানলে গোটা শহর খালি
কানাডার ফোর্ট ম্যাকমারে শহরে যে বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে তার ফলে গোটা শহর খালি করে দেওয়া হয়েছে। ফোর্ট ম্যাকমারে যে অ্যালবার্টা প্রদেশে সেই প্রদেশের ইতিহাসে এত ব্যাপকভাবে মানুষ সরিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটে নি।
শহরের প্রায় সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ার কারণে শহরের ৮০ হাজারের বেশি মানুষকে শহরে ছেড়ে যেতে বলা হয়েছে। আগুন শহরের পেট্রল স্টেশন, বেশিরভাগ ঘরবাড়ি এবং একটি হোটেল ধ্বংস করে দিয়েছে বলে খবরে বলা হচ্ছে।
শহরে ঢোকার প্রধান সড়কে আগুন ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের জন্য মূল সড়কটি বন্ধ করে দেওয়া হয়। আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তার ফলে দক্ষিণে যাবার পথ বন্ধ হয়ে যাওয়ায় মানুষজন উত্তরে পালাচ্ছে। হতাহতের কোনো খবর এখনও আসে নি।
প্রদেশের প্রধানমন্ত্রী বলেছেন সব মানুষকে শহর থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়াকেই তারা এখন অগ্রাধিকার দিচ্ছেন। তবে কর্তৃপক্ষ বলছে দমকা হাওয়া আর প্রচন্ড তাপের কারণে আগুন আয়ত্তে আনতে তাদের বেগ পেতে হচ্ছে। –বিবিসি