প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে লন্ডন !
ব্রিটিশ রাজধানী প্রথমবারের মতো মুসলিম মেয়র পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার লন্ডনের মেয়র পদে নির্বাচন হচ্ছে। এতে ব্রিটিশ পাকিস্তানি সাদিক খানের জয় নিশ্চিত বলেই অনেকে মনে করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বি হচ্ছেন প্রিন্সেস ডায়ানার ভাই জ্যাক গোল্ডস্মিথ।
স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে রাত ১০টায়। নির্বাচিত মেয়র বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০০৮ সাল থেকে ওই পদে রয়েছেন।
অভিবাসী বাসচালকের ছেলে সাদিক খান অনেক প্রতিকূলতা মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছেন। তিনি লেবার পার্টির সমর্থন পাচ্ছেন। তিনি নিজেকে ’লন্ডনের সব মানুষের প্রতিনিধি’ হিসেবে দাবি করেছেন। তিনি সবার সাথে আরো ভালোভাবে মিশতে পারেন বলে জানিয়েছেন। জয়ী হলে লন্ডনবাসীর পরিবহন সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তার নির্বাচন হওয়াটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিরাট ঘটনা বলে অনেকে মন্তব্য করেছেন। জ্যাক গোল্ডস্মিথ বিলিয়নিয়ার। তিনি রক্ষণশীল দলের প্রার্থী। এ দুজন ছাড়াও মেয়র পদে আরো ১০ প্রার্থী রয়েছেন।