লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

Sadik Khanব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক খান। পরিবেশবিদ ও রক্ষণশীল দলের জ্যাক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথম কোনো মুসলিম হিসেবে মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির মনোনীত এ প্রার্থী। পাকিস্থানী বংশোদ্ভুত সাদিক খানের পিতা লন্ডনের সাধারণ একজন বাস ড্রাইভার ছিলেন। তার বিজয়ের মাধ্যমে মুসলিম কমিউনিটি তথা এথনিক ও এশিয়ান কমিউনিটির মানুষ আনন্দ প্রকাশ করেছেন। এদিকে লেবার পার্টি এ বিজয়ের মাধ্যমে ৮ বছর পর আবারো সিটি হলের দখল নিয়েছে। এর আগে ২০০৮ সালে কনজাবেটিভ পার্টির বরিস জনসন পরপর দুইবার ক্যান লিভিংস্টোনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এবার তিনি মেয়র নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেননি।
এদিকে সাদিক খানের জয়ে তাকে স্বাগত জানিয়ে জ্যাক গোল্ডস্মিথের বোন এক টুইট বার্তায় লেখেন, তার আশানুরূপ জয় তরুণ মুসলিমদের জন্য উজ্জল দৃষ্টান্ত।
সবশের্ষ ফলাফলে দেখাগেছে লন্ডন মেয়র নির্বাচনে ১৪টি এসেম্বলীর মধ্যে লেবার পার্টি ৯টি এসেম্বলীতে জয়ী হয়েছে বাকী ৫টিতে জয়ী হয়েছে কনজারবেটিভ প্রার্থী। বিবিসি সূত্রে সর্বশেষ জানাগেছে ভোগ গণনা শেষে সাদিক খান পেয়েছে ১১লাখ ৫০হাজার ৫৭৯ ভোট। মোট প্রাপ্ত ভোটের ৪৪.২%। কনজার্ভেটিব পার্টিও জেক গোল্ড স্মিথ পেয়েছে ৯লাখ ১০হাজার ৯৪১ মোট। যা মোট প্রাপ্ত ভোটের ৩৫.০%।
নির্বাচনে অবশিষ্ট যে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তারা হচ্ছেন গ্রীন পার্টির সিয়ান ব্যারি পেয়েছেন ১লাখ ৫২ হাজার ২৭ ভোট। লিবডেম প্রার্থী ক্যারোলাইন পিজিওন পেয়েছে ১লাখ ২১হাজার ৫১ভোট। ইউকে ইনডিপেন্ডেট পার্টির পিটার উইটাল পেয়েছে ৯৪ ৪২৫ ভোট, উইম্যান্স ইকোয়ালিটি পার্টির সফি ওয়াকার পেয়েছেন ৫১ হাজার ৮৪১ ভোট, রেসপেক্ট পার্টির জর্জ গ্যালোয়ে পেয়েছে ৩৬ হাজার ৩৫৭ ভোট, ব্রিটিশ ন্যাশনাল পার্টির ডেভিড ফার্নেস পেয়েছেন ১৩ হাজার ৩৩৭ ভোট, ব্রিটেইন ফাস্ট এর পোল গোল্ডেন পেয়েছেন ৩১ হাজার ২৫৭ ভোট, ক্যানাবিস ইজ সেইফারদেন এলকোহল পার্টির লি হারিস পেয়েছেন ২০ হাজার ৭১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রিন্স জাইলেন্স কি পেয়েচেন ১৩ হাজার ৫৭ ভোট, ওয়ান লাভ পার্টির এনকিথ লাভ পেয়েছে ৪ হাজার ৯৫৯ ভোট।
London

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button