বিশ্ব অর্থনীতি আশানুরূপ বাড়েনি : ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের আশা পূরণ করতে পারেনি। যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়েনি। এজন্য তিনি মার্কিন কংগ্রেসকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
শুক্রবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে দেয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আর্থিক অপরাধীদের ধরতে প্রয়োজনীয় আইন পাস করতেও কংগ্রেসের প্রতি আহ্বান জানান।