নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র
যুক্তরাজের ক্যামডেনের কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার ক্যামডেন কাউন্সিলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। ক্যামডেনের সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে নাদিয়া জানান, তার এই অর্জন ব্রিটেনে এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র।
ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এই অর্জনে অত্যন্ত আনন্দিত।
ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেব কর্মরত।