বিদেশীদের সম্পদের তথ্য প্রকাশ করবে ব্রিটেন
ব্রিটেনে অবস্থানরত বিদেশী ও প্রতিষ্ঠানের সম্পদের তথ্য প্রকাশ করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ব্রিটেন থেকে অর্থলগ্নির ঘটনা দূর করতে এমন নতুন প্রস্তাব আনতে যাচ্ছে দেশটির সরকার। এ প্রস্তাবের আওতায় ব্রিটেনে প্রতিষ্ঠিত বিদেশী কোম্পানিগুলো যদি সরকারের সঙ্গে সম্পর্ক ও তাদের সম্পদ সংরক্ষণ করতে চায় তবে তাদরে নতুন করে নিবন্ধন করতে হবে।
ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বিবিসি। বিশ্ব থেকে দুর্নীতির আখড়া দূর করতে বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী সম্মেলন’ সফল করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ‘দুর্নীতিবিরোধী সম্মেলনে’র আগে ক্যামেরন গার্ডিয়ানকে বলেন, বিশ্বে দুর্নীতি আজ ‘ক্যান্সার’ হিসেবে দেখা দিয়েছে।
এ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্রিটেনের এ প্রস্তাবের কথা তুলে ধরবেন ক্যামেরন। উল্লেখ্য, ১ লাখেরও অধিক বিদেশী কোম্পানি রয়েছে ইংল্যান্ড ও ওয়েলসে। আরও ৪৪ হাজার কোম্পানি রয়েছে রাজধানী লন্ডনে।